আজ বুধবার (২৮ মে) থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩০ মে ও ১ জুন। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
মঙ্গলবার (২৭ মে) এই সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টারদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশে সিরিজটি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাডও দেখাবে খেলাগুলো। অন্যদিকে পাকিস্তানের দুটি চ্যানেল টেন স্পোর্টস ও এ স্পোর্টসের মাধ্যমে ব্যাট-বলের লড়াই উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

এছাড়া, এই সিরিজ সম্প্রচার করবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ক্রিকবাজ, যুক্তরাজ্যে এআরআই, আফ্রিকায় সুপার স্পোর্টস, উত্তর আমেরিকায় উইলো টিভি ও শ্রীলঙ্কায় ডায়লগ।
বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটওয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।
পাকিস্তান স্কোয়াড
সালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মুহাম্মদ ইরফান খান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, নাসিম শাহ।