বিদায়ের ইঙ্গিত দিয়ে সামাজিকমাধ্যমে পোস্ট দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, সৌদি ক্লাব আল নাসর ছাড়ছেন সিআরসেভেন। এবার সেটিই হয়তো সত্যি হতে যাচ্ছে, যার আভাস দিলেন রোনালদো নিজেই।
সোমবার (২৬ মে) সৌদি প্রো লিগে আল ফাতেহর সঙ্গে ম্যাচ ছিল আল নাসরের। ৩-২ গোলে হেরে সৌদি প্রো লিগে তৃতীয় স্থান নিয়ে মৌসুম শেষ করেছে রোনালদোর ক্লাব। এই ম্যাচের পরপরই সামাজিকমাধ্যমে আল নাসর ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
বাংলাদেশ সময় রাত আড়াইটার কিছু পর রোনালদোর সামাজিকমাধ্যম হ্যান্ডলে এই পোস্ট করা হয়। তার ভেরিফায়েড ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখা হয়– একটি অধ্যায়ের শেষ! গল্পটা? এখনও লেখা হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞ।
সম্প্রতি ইউটিউবার আইশোস্পিডকে দেয়া এক সাক্ষাৎকারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, রোনালদো ক্লাব বিশ্বকাপে কোনো একটি দলের হয়ে খেলতে পারেন। ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
এরপর থেকেই আলোচনা, এবার কোন ক্লাবে যাচ্ছেন এই পর্তুগিজ তারকা। যদিও সে ব্যাপারে এখনও কিছু খোলাসা করেননি ৪০ বছর বয়সী পর্তুগিজ এই সুপারস্টার।
২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসরে যোগ দেন সিআরসেভেন। এই মৌসুমেই শেষ হচ্ছে চুক্তির মেয়াদও। ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি ক্লাবের জন্য এ বছর ১-১০ জুন বিশেষ একটি ট্রান্সফার উইন্ডো খোলার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
সৌদি আরব থেকে এ টুর্নামেন্টে শুধু আল হিলাল জায়গা করে নিতে পেরেছে, আল নাসর জায়গা করে নিতে পারেনি।