spot_img

২০০৯ সালের পর মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো আরব আমিরাত

অবশ্যই পরুন

সংযুক্ত আরব আমিরাতের তাপমাত্রা চলতি মে মাসে ৫১ দশমিক ৬ ডিগ্রি ছুঁয়েছে। যা ২০০৯ সালের পর সর্বোচ্চ। এছাড়া আগামী দিনে তাপমাত্রা ৪৮ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে বলেও পূর্বাভাসে জানিয়েছে দেশটির ন্যাশনাল মেট্রোলোজি অব মেট্রোলোজি (এনসিএম)।

শনিবার (২৪ মে) রাজধানী আবুধাবির আল আইনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৫১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সবশেষ ২০০৯ সালের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ২ ডিগ্রি দেখেছিল দেশটি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘাছন্ন থাকতে পারে। বিশেষ করে পূর্বাঞ্চলে আকাশ মেঘাছন্ন থাকবে।

এছাড়া পূর্বাভাসে আরও বলা হয়, সারাদিন ঝিরিঝিরি বাতাস বইতে পারে। তবে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার কোনো সম্ভাবনা নেই।

সর্বশেষ সংবাদ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৫ মে) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার)...

এই বিভাগের অন্যান্য সংবাদ