spot_img

মুন্নি সাহা ও তার সঙ্গীদের ৩৫টি ব্যাংক হিসাবের ১৮ কোটি টাকা জব্দ

অবশ্যই পরুন

সাংবাদিক মুন্নি সাহা, তার স্বামী কবির হোসেন এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এসব হিসাবে বর্তমানে মোট ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা স্থিতি রয়েছে।

সিআইডির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে- সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিধিবহির্ভূত প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে তারা বিপুল অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে আরও বলা হয়, অবৈধভাবে উপার্জিত অর্থ নিজেদের এবং সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন করা হয়ে আসছে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী অনুসন্ধান শুরু করে এবং অনুসন্ধানকালে দেখা যায়, মোট ৪৬টি ব্যাংক হিসাব খোলা হয়েছে, যার মধ্যে বর্তমানে ৩৫টি চালু রয়েছে। এসব হিসাবে এক সময় লেনদেন হয়েছে প্রায় ১৮৬ কোটি ৫৬ লাখ টাকা।

প্রাথমিকভাবে লেনদেনগুলো সন্দেহজনক মনে হওয়ায় অনুসন্ধানকারী কর্মকর্তা উক্ত হিসাবগুলো ফ্রিজ করার জন্য আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ, মহানগর দায়রা জজ আদালত, ঢাকা ৩৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন। আদেশ অনুযায়ী এসব হিসাব এখন সিআইডির তত্ত্বাবধানে রয়েছে।

সিআইডি জানায়, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার আওতায় মুন্নি সাহা, তার স্বামী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারল বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির বাধায় বারবার থমকে যাওয়া বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্ট শেষ পর্যন্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ