spot_img

সামান্থার জন্য গর্বিত সাবেক শাশুড়ি

অবশ্যই পরুন

নাগ চৈতন্যের সঙ্গে ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় দক্ষিণী অভিনেত্রী সামান্থার । তার পরে কেটে গেছে ৪ বছর। নাগকে ভুলে অবশেষে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। এ দিকে শোভিতা ধুলিপালার সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরেছেন নাগ চৈতন্য।

এর মাঝেই সাবেক শাশুড়ির মুখোমুখি হলেন সামান্থা। সাবেক বৌমার সাফল্যে গর্বিত অমলা! অভিনেতা নার্গাজুনের দ্বিতীয় স্ত্রী অমলা নাগ চৈতন্যের সৎমা। তবু শাশুড়ি হিসেবে প্রথম থেকে অমলাকেই পেয়েছিলেন সামান্থা।

সম্প্রতি দক্ষিণী সিনেমায় ১৫ বছর পূর্ণ করলেন সামান্থা। সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন অভিনেত্রী। সেখানে উপস্থিত ছিলেন সামান্থার সাবেক শাশুড়ি অমলা। সাফল্যের সঙ্গে দক্ষিণী সিনেমায় ১৫ বছর পার করতে পেরে আনন্দিত ও গর্বিত— কথা বলতে বলতে চোখ ভিজে আসছিল অভিনেত্রীর।

সামান্থার এমন সাফল্য দেখে তখন দর্শকাসনে বসে করতালির মাধ্যমে অভিবাদন জানাচ্ছেন অমলা। ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। তাতেই দুই নারীর শুভকামনা করেছেন নেটপাড়ার বাসিন্দারা। এ দিন প্রায় ১২তলা একটি কেক কাটেন সামান্থা। নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথম কোনও অনুষ্ঠানে একসঙ্গে এলেন অমলা-সামান্থা। তাঁদের কোনও বাক্যবিনিময় হয়েছে কি না সেটা অবশ্য অজানা।

সর্বশেষ সংবাদ

মাঠে ফিরেই বিদায় নিলেন নেইমার

চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। অবশেষে কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সিআরবির...

এই বিভাগের অন্যান্য সংবাদ