spot_img

রক্ত নয়, শিরায় সিঁদুর ফুটছে: মোদি

অবশ্যই পরুন

জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার মাত্র ২২ মিনিটের মধ্যেই পাল্টা জবাব দিয়েছে ভারত—এমন দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (২২ মে) রাজস্থানের বিকানেরে এক জনসভায় মোদি বলেন, জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনাবাহিনী মাত্র ২২ মিনিটের মধ্যে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (POK) ৯টি সন্ত্রাসী আস্তানায় হামলা চালিয়েছে। এই অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন সিঁদুর’। মোদি বলেন, ‘সন্ত্রাসীরা যখন সিঁদুর মুছতে চেয়েছিল, তখন তাদের মাটিতে পুঁতে ফেলা হয়েছে’।

সন্ত্রাসবাদ মোকাবেলায় নিজের সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে মোদি বলেন, ‘বিশ্ব এবং দেশের শত্রুরা এবার দেখতে পেয়েছে, যখন সিঁদুর বারুদের রূপ নেয়, তখন কী ঘটে। আমার শরীরে রক্ত নয়, শিরায় সিঁদুর ফুটছে।’

তিনি আরও বলেন, ‘ওই গুলির আঘাত ১৪০ কোটি ভারতীয়কে ক্ষতবিক্ষত করেছে। তাই আমরা সরাসরি সন্ত্রাসবাদের মূল কেন্দ্রেই আঘাত করেছি। সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, আর তারাই পাকিস্তানকে নতজানু করতে বাধ্য করেছে।’

জনসভায় প্রধানমন্ত্রী মোদি ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর আওতায় পুনর্নির্মিত রাজস্থানের দেশনোক রেলস্টেশনের উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি বিকানের-মুম্বাই এক্সপ্রেস ট্রেনের যাত্রা উদ্বোধন করেন।

পরে তিনি স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশনোকের করণী মাতা মন্দিরে প্রার্থনায় অংশ নেন।

সর্বশেষ সংবাদ

জেলেনস্কির পর হোয়াইট হাউসে নাস্তানাবুদ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পর এবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে নাজেহাল হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ