spot_img

আগের চেয়ে বেড়েছে ভূমি উন্নয়ন কর আদায়

অবশ্যই পরুন

ভূমি উন্নয়ন কর আদায়ের পরিমাণ আগের চেয়ে বেড়েছে। প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি টাকা আদায় হচ্ছে বলে জানিয়েছেন ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ। আগামী ২৫ থেকে ২৭ মে ভূমি মেলা উপলক্ষ্যে সচিবালয়ে ব্রিফিংয়ে ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ এই তথ্য জানান।

তিনি বলেন, ভূমি উন্নয়ন কর আদায় আরও বৃদ্ধি করতে মেলার আয়োজন করা হয়েছে। আগে দুর্নীতি, অনিয়ম ও হয়রানির কারনে সাধারণ মানুষ অফিসে গিয়ে ভূমি কর দিতে উৎসাহিত হতো না। কিন্তু ভূমি সেবা ডিজিটাইজেশনের কারনে এখন ঘরে বসে ভূমি কর দেয়া যায়। এর পাশাপাশি ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে কর দেয়া যাবে।

ভূমি সচিব আরও জানান, এ পর্যন্ত ৫ কোটি ৭০ লাখ হোল্ডিং ডাটা ম্যানুয়াল থেকে ডিজিটালে রুপান্তরিত হয়েছে। এছাড়া অনলাইনে দাখিলা প্রদান করা হয়েছে প্রায় ১ কোটি ১০ লাখ। সার্ভার সচল থাকলে এর মাধ্যমে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা সম্ভব। এছাড়া প্রতিদিন ই-পর্চা থেকে সরকারের কোষাগারে যোগ হচ্ছে প্রায় ১৪ থেকে ১৮ লাখ টাকা। গত জুলাই থেকে মে পর্যন্ত এই খাতে সরকারের আয় হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা। আর নামজারি সিস্টেম থেকে গত এক বছরে ২৯০ কোটি ২২ লাখ টাকা আদায় হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ওয়াশিংটনে দুই ইসরায়েলি দূতাবাসকর্মীকে হত্যা, যা বললেন মার্কিন প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি ইহুদি জাদুঘরের কাছে গুলির ঘটনায় দুই ইসরায়েলি দূতাবাস কর্মী নিহত হয়েছেন। ঘটনাটিকে ‘ইহুদিবিদ্বেষমূলক সহিংসতা’...

এই বিভাগের অন্যান্য সংবাদ