spot_img

বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের সিরিজ নেমে এলো তিনে

অবশ্যই পরুন

বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাঁচ নয়, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে দুদেশের মধ্যে। সবগুলো ম্যাচেই হবে পাকিস্তানের লাহোরে।

পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আগামী বুধবার (২১ মে) সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজ খেলার পর পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। পরিবর্তিত সূচি অনুযায়ী ২৭ মে শুরু হবার কথা ছিলো পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। কিন্তু ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে সিরিজে ম্যাচ সংখ্যা কমিয়ে আনার অনুরোধ করে বিসিবি। সেই সাথে ভেন্যু নিয়েও আপত্তি ছিলো সরকারের।

এমন অবস্থায় দুবাইয়ে অবস্থানরত বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং সভাপতি ফারুক আহমেদ বৈঠকে বসেন। যেখানে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত আসে, তিন ম্যাচ সিরিজ আয়োজনের। সেই সাথে ফয়সালাবাদ থেকে সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্তও হয়।

সর্বশেষ সংবাদ

লন্ডনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান...

এই বিভাগের অন্যান্য সংবাদ