সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন না পারভেজ হোসেন ইমন। ম্যাচ শুরুর আগে টসের পর থেকেই ক্রিকেট অঙ্গনে শুরু হয় আলোচনার ঝড়—কেন দুর্দান্ত পারফর্মার ইমনকে বাইরে রাখা হলো?
প্রথম ম্যাচে ৫৪ বলে ১০০ রানের ঝড়ো ইনিংস খেলে ইমন হয়ে উঠেছিলেন ম্যাচের নায়ক। এটি বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি, যেখানে প্রথম সেঞ্চুরির মালিক ছিলেন তামিম ইকবাল।
তবে দ্বিতীয় ম্যাচের একাদশে তাকে দেখা যায়নি। তার পরিবর্তে দলে জায়গা পান নাজমুল হোসেন শান্ত। এ নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হওয়া ধোঁয়াশা দূর করতে সোমবার (১৯ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতি প্রকাশ করে।
বিসিবির বিবৃতিতে জানানো হয়, ‘সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট করার সময় পারভেজ হোসেন ইমন বাম কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাঠে নামেননি।’
বিসিবি আরও জানায়, দ্বিতীয় ম্যাচের আগে ইমনের ফিটনেস পরীক্ষা করা হয় এবং তিনি খেলার জন্য উপযুক্ত ঘোষণা পান। তবুও, সম্পূর্ণ সুস্থ হওয়ার সুযোগ দিতে টিম ম্যানেজমেন্ট ইমনকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয়।
ইমনের ফর্ম ও পারফরম্যান্স সত্ত্বেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র দীর্ঘমেয়াদে তার ইনজুরি যাতে গুরুতর আকার না নেয়, সেজন্য। বিসিবি সূত্রে বলা হয়, ইমনকে পূর্ণ সুস্থ হতে সময় দিয়ে পরবর্তী ম্যাচে ফিরিয়ে আনার দিকেই ঝুঁকেছে টিম ম্যানেজমেন্ট।