spot_img

কেউ কম মূল্যে পণ্য বিক্রি করলেও তদারকি দরকার: বাণিজ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

ব্যবসায় অদৃশ্য হাত বলে কিছু নেই বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, প্রতিযোগিতা মানে বাজারে কম মূল্যে পণ্য বিক্রি নয়। বরং কেউ কম মূল্য বিক্রি করলে সেটারও তদারকি দরকার।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ইউএনডিপি আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

গত ১৬ বছরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এমনভাবে ধ্বংস হয়েছিল যে বায়তুল মোকাররমের খতিবকেও পালাতে হয়েছে বলে মনে করেন তিনি। উপদেষ্টা বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার কাঠামো হুমকির মুখে পড়েছে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় প্রতিদিন সেই চ্যালেঞ্জ মোকাবেলা করছে। ট্যারিফ কমিশন, চেম্বার অব কমার্স ও প্রতিযোগিতা কমিশনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

উপদেষ্টা বলেন, আবার যারা ভোক্তাদের জিম্মি করে, সরকারকে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে উপার্জন করছে তাদের বিষয়ে কড়া পদক্ষেপ দরকার। ব্যবসায়ীদেরও দেশের প্রতি দায়িত্ববান হতে হবে। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতার চর্চা ও দেশের সম্পদের সুষ্ঠু বণ্টন করতে হবে।

প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান ও ইউএনডিপি বাংলাদেশ এর উপ আবাসিক প্রতিনিধি মিজ সোনালী দয়ারাত্নে।

সর্বশেষ সংবাদ

ফিফা ক্লাব বিশ্বকাপ: পালমেইরাসকে কাঁদিয়ে সেমিতে চেলসি

ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ