spot_img

নতুন শর্তে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব

অবশ্যই পরুন

গাজা উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এর বিনিময়ে হামাসের হাতে থাকা জীবিত ইসরায়েলি জিম্মিদের অর্ধেককে মুক্তি দেওয়ার শর্ত রাখা হয়েছে।

স্থানীয় সময় রোববার (১৮ মে) এই খবর প্রকাশ করেছে ইসরায়েলি পাবলিক সম্প্রচার সংস্থা ‘কান’। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, শনিবার কাতারের দোহায় চলমান আলোচনার সময় এই প্রস্তাব তুলে ধরা হয়।

ইসরায়েলি ধারণা অনুযায়ী, গাজায় এখনো ৫৮ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ইসরায়েলের কারাগারগুলোতে প্রায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের অনেকেই মানবেতর পরিস্থিতিতে নিযুক্ত রয়েছেন—যার মধ্যে রয়েছে নির্যাতন, না খাইয়ে রাখা এবং চিকিৎসা থেকে বঞ্চিত করা, যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলো।

প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির সময় দুই পক্ষ যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারবে। ইসরায়েল এই সময়ে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ এবং তাদের নেতাদের বহিষ্কারের বিষয়টি আবারও গুরুত্ব দিয়েছে, যা এর আগেও তারা বারবার বলেছে।

হামাস বরাবরই নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাখ্যান করে আসছে। তাদের মতে, যতদিন ইসরায়েল ফিলিস্তিনের ভূমি দখল করে রাখবে, ততদিন পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ ছাড়বে না।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, প্রস্তাবে আরও উল্লেখ আছে যে, ইসরায়েল প্রায় ১ হাজার সাধারণ কারাদণ্ডপ্রাপ্ত বন্দি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে পারে। তবে ইসরায়েল গাজার ফিলাডেলফি করিডর ও নেতজারিম করিডর থেকে সেনা প্রত্যাহার করবে না, যদিও যুদ্ধবিরতির সময় যুদ্ধ শেষ করার আলোচনা হতে পারে বলে তারা জানিয়েছে।

এখন পর্যন্ত হামাস বা কাতারি মধ্যস্থতাকারীরা এ প্রস্তাব নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

গত বছরের অক্টোবর থেকে গাজায় বর্বর সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) গত নভেম্বর মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

এক হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজের সুযোগ দিচ্ছে সৌদি আরব

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে আত্মীয় হারানো এক হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজ পালনের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ