spot_img

গণমাধ্যম মানুষের ভোগান্তি প্রচার না করে পুলিশের অ্যাকশন দেখায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আন্দোলনের নামে যারা রাস্তায় থেকে মানুষের ভোগান্তি করে, গণমাধ্যম তাদের সংবাদ প্রচার না করে পুলিশের অ্যাকশন দেখায়। এ কারণে আন্দোলনকারীরা আরও উসকে যায়। গণমাধ্যম যাতে আন্দোলনের কারণে মানুষের ভোগান্তি দেখায় এই অনুরোধ করছি।

সোমবার (১৯ মে) সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দাবি দাওয়া নিয়ে রাস্তায় রয়েছে সেসব দাবি যদি যৌক্তিক হয় সেটা মেনে নেয়া উচিত। তবে কোনো অযৌক্তিক দাবি কেউ যেন রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি না করে সে ব্যাপারে আবারও অনুরোধ জানান উপদেষ্টা।

তিনি আরও বলেন, ঈদুল আজহায় কোরবানির গরুর গাড়ি কোনো রাস্তায় নামাতে পারবে না। সরাসরি হাটের মধ্যে নামাতে হবে। প্রতিটি হাটে ৭৫ জন করে আনসার বাহিনীর সদস্য থাকবেন। ঈদের আগে এবং পরের তিনদিন বাল্ক (বৃহৎ আকারের পণ্য বা মালপত্র বহনের যান) চলাচল বন্ধ থাকবে। এমনকি রাতেও বাল্ক চলাচল বন্ধ থাকবে।

সর্বশেষ সংবাদ

‘আমাকে কখনো চাল কিনতে হয়নি’ জাপানের কৃষিমন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক, চাইলেন ক্ষমা

সম্প্রতি জাপানের প্রধান খাদ্যশস্য চালের দাম অনেক বেড়েছে। এমন পরিস্থিতির মাঝে চাল নিয়ে মন্তব্য করে ব্যাপক ক্ষোভের মুখে পড়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ