spot_img

জোড়া গোল করে বাবা ও নেইমারের মতো উদযাপন রোনালদো জুনিয়রের

অবশ্যই পরুন

ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র জোড়া গোল করে জেতালো দলকে। যদিও পর্তুগালের হয়ে অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক ম্যাচে বদলি হিসেবে নেমে কোনো গোল করতে পারেনি সে।

নিজের দ্বিতীয় ম্যাচে রোববার (১৮ মে) ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৫ দলের মুখোমুখি হয়েছিল পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল। এই ম্যাচে শুরুর একাদশেই দেখা যায় রোনালদোর ছেলেকে। ম্যাচে জোড়া গোল করে দলকে ৩-২ গোলের জয় এনে দিয়েছে রোনালদো জুনিয়র।

ম্যাচের ১৩ মিনিটে ক্রিস্টিয়ানো জুনিয়র প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। প্রথমবার দেশের জার্সিতে গোল করে বাবার সিগনেচার উদযাপন ‘সিউ’ স্টাইলটা দেখায় রোনালদো জুনিয়র। পরে আবার নেইমার জুনিয়রের স্টাইলেও উদযাপন করতে দেখা যায় তাকে। ২৫ মিনিটে ক্রোয়াট কিশোররা ওই গোল শোধ করে।

ক্রিস্টিয়ানো জুনিয়র ৪৩ মিনিটে আবারও গোল করে ‘সিউ’ উদযাপন করে। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ওই গোলও শোধ করে ক্রিস্টিয়ানো জুনিয়রদের হতাশ করে ক্রোয়াট দলটি৷ ৭৮ মিনিটে কারবাল গোল করে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলকে জয় এনে দেয়।

সর্বশেষ সংবাদ

আমরা বেঁচে থাকতে আ. লীগের পুনর্বাসন হবে না: নজরুল ইসলাম খান

বাংলাদেশের কোনো শক্তি ষড়যন্ত্র করে তারেক রহমানকে দেশে ফেরা থেকে ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী...

এই বিভাগের অন্যান্য সংবাদ