spot_img

যুদ্ধ বন্ধে ব্যর্থ হয়ে, পুতিনের সাথে ফোনালাপের পরিকল্পনা ট্রাম্পের

অবশ্যই পরুন

যুদ্ধ বন্ধে রাশিয়া-ইউক্রেনের সরাসরি আলোচনা ব্যর্থ হওয়ার পর, এবার পুতিনের সাথে ফোনে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদসংস্থা সিএনএন।

প্রতিবেদনে জানানো হয়, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে নিজেই এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।

এতে, ৩ বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, রক্তপাত বন্ধেই রুশ প্রেসিডেন্টের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অপরদিকে, আগামী সোমবার দুই প্রেসিডেন্টের ফোনালাপের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে মস্কো।

প্রতিবেদনে আরও জানানো হয়, পুতিনের সাথে আলোচনার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিকেও ফোন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ সংবাদ

ওয়াসাও সামলাবেন ডিএসসিসির প্রশাসক শাহজাহান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়ার দায়িত্ব আরও বাড়লো। এখন থেকে তিনি স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ