spot_img

দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা

অবশ্যই পরুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়েরের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সচিবের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১৮ মে) মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলায় অভিযুক্তরা হলেন, দুদকের সাবেক তিন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরি, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।

অভিযোগে বলা হয়, খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিথ্যা’ মামলা দায়ের করেন তৎকালীন দুদক কর্মকর্তারা।

মামলার আইনজীবী মো. হোসেন আলী খান হাসান বলেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এই পদক্ষেপ নেয়া হয়, যা আইনের পরিপন্থী।

সর্বশেষ সংবাদ

শান্তি আলোচনাকে উপেক্ষা করেই ইউক্রেনে ‘রেকর্ডসংখ্যক’ ড্রোন হামলা রাশিয়ার

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক অঞ্চলে রেকর্ডসংখ্যক ড্রোন দিয়ে রোববার মধ্যরাতে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দাবি, এ হামলায় একজন নারী...

এই বিভাগের অন্যান্য সংবাদ