বলিউডে যখন ব্লকবাস্টার খরা, তখন ভারতজুড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে দক্ষিণী ছবি ‘সংক্রান্তিকি ভাস্তুনম’। যেখানে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন সুপারস্টার ভেঙ্কটেশ দুগ্গুবতী। ২০২৫ সালে সর্বোচ্চ আয়কারী ছবির নজির গড়েছে এটি।
কমেডি-অ্যাকশন ঘরানার এই সিনেমায় ভেঙ্কটেশ রয়েছেন ‘ওয়াইডি রাজু’ চরিত্রে। মূল গল্প তাকে ঘিরেই আবর্তিত হয়েছে। ওয়াইডি রাজু একজন জাঁদরেল পুলিশ কর্মকর্তা। কিন্তু কোনো এক কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। এদিকে, এক হাই-প্রোফাইল ব্যক্তি অপহরণের শিকার হওয়ার পরই ওয়াইডি রাজুকে আবারও ডিউটিতে ডাকা হয়। সেই মামলা সমাধান করার দায়িত্ব তাকেই দেওয়া হয়।
সিনেমা হলে মুক্তির পর ছবিটি দর্শক মাতিয়েছে। এবার মুক্তির পরও ম্যাজিক দেখিয়েছে সংক্রান্তিকি ভাস্তুনম। ছবিটি ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নেয়।
সংক্রান্তিকি ভাস্তুনম’র নির্মাণ ব্যয় ছিল ৫০ কোটি রুপি। মুক্তির পর দেখা যায়, বাজেটের তুলনায় ৬ গুণ ব্যবসা করেছে এই ছবি, যা রীতিমতো ইতিহাস গড়েছে। সারা বিশ্বে এটি ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে।
সিনেমাটি পরিচালনা করেছেন অনিল রবিপুড়ি। গল্প লিখেছেন এস কৃষ্ণ, জি আদি নারায়ণ ও অনিল রবিপুড়ি। এতে ভেঙ্কটেশ দুগ্গুবতী ছাড়াও অভিনয় করেছেন মীনাক্ষি চৌধরি, ঐশ্বরিয়া রাজেশ, উপেন্দ্র লিমায়ে, সাই কুমার প্রমুখ।