spot_img

হত্যাচেষ্টা মামলায় মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী কারাগারে

অবশ্যই পরুন

রাজধানীর মিরপুর থানার হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

জানা গেছে, গত ৬ মে এই মামলার অভিযোগপত্র আমলে নেয় আদালত। এর আগের দিন মিল্টনের মা মারা যায়। পরে আদালতের কাছে সময় চেয়ে আবেদন করে তার আইনজীবী। তবে সেদিন সময় আবেদন নামঞ্জুর করে মিল্টন সমাদ্দার ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আজ তারা আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যুসনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে ৩টি মামলা করা হয়।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে একাধিক গণমাধ্যমে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অর্থ সংক্রান্ত প্রতারণার নানা অভিযোগ উঠে আসে। মানবিক কাজের জন্য এ পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সমাদ্দার।

সর্বশেষ সংবাদ

গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে বিএনপির কোনো আপস নেই: মির্জা ফখরুল

স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ