spot_img

মানুষের অধিকার হরণে দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে: প্রেস সচিব

অবশ্যই পরুন

বিগত ১৫ বছরে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকতা মানুষের অধিকার হরণ করেছে। এর জন্য দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে। তাহলে জনগণের আস্থা ফিরবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল’ নিয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, গত নয় মাসে গণমাধ্যম অনেক এগিয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের সত‍্য উন্মোচন করার দায়িত্ব নিতে হবে। তবে এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া গাইডলাইন ফলো করা উচিত, যাতে করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় থাকে। এ সময় সরকার মিডিয়া রাইটস ঠিক রাখতে কাজ করছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা সকলের জন‍্য থাকুক। সরকার এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। তা সে যে দলই করুক না কেন। ড. ইউনূসের গঠনমূলক সমালোচনা করা উচিৎ। এ সময় সাংবাদিকতায় নতুন অর্থনৈতিক কাঠামো তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

ভুটানের লিগে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের

বাংলাদেশের ১০ নারী ফুটবলার খেলছেন ভুটান উমেন্স ন্যাশনাল লিগের তিন ক্লাবে। সানজিদাদের থিম্পু সিটি ও কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের জয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ