মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের গুরুত্বপূর্ণ অংশ ছিল ঐতিহাসিক আত-তুরাইফ জেলা সফর। সেখানে গিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্টকে রাজপরিবারের আদি আবাসস্থল দিরিয়াহ ঘুরে দেখান। যে স্থানটি এখন একটি বিশ্বমানের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী নগরী।
সৌদি গেজেট জানায়, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আত-তুরাইফে দুজন নেতাই ঘুরে দেখেন ঐতিহাসিক সালওয়া প্রাসাদ ও কাঁচামাটির পুরনো স্থাপত্য। এটি সৌদি রাষ্ট্রের জন্মভূমি হিসেবে বিবেচিত হয় এবং জাতীয় পরিচয় ও গর্বের প্রতীক।
২০২৭ সালে সৌদি আরবের ৩০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে সামনে রেখে দিরিয়াহকে ঘিরে বিশাল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে দেশটি। ঐতিহ্য রক্ষা ও আধুনিক নগর উন্নয়নের মিশেলে এই রূপান্তরকে ট্রাম্প ‘দৃষ্টান্তমূলক ও অনুপ্রেরণাদায়ী’ বলে মন্তব্য করেন।
প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে প্রথম বিদেশ সফরে এসে ট্রাম্প রিয়াদে পৌঁছে এই ঐতিহাসিক স্থানে যান। সফরের সময় দিরিয়াহ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন দিরিয়াহ কোম্পানির প্রধান নির্বাহী জেরি ইনজারিলো।
২০১৭ সালে রাজকীয় নির্দেশে দিরিয়াহ পুনর্জাগরণ প্রকল্প হাতে নেওয়া হয়। এটি এখন সৌদি সংস্কৃতি পুনরুদ্ধার ও জাতীয় উন্নয়ন পরিকল্পনা ‘ভিশন ২০৩০’-এর অন্যতম স্তম্ভ।
এই সফরের সময় রিয়াদে অনুষ্ঠিত হচ্ছে সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরাম, যেখানে দুই দেশের মধ্যে নতুন কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারত্বের দিগন্ত উন্মোচিত হয়েছে।