spot_img

উত্তরায় ২শতাধিক মানুষ হত্যার ঘটনায় মেয়র আতিকসহ ৯ জন ট্রাইব্যুনালে

অবশ্যই পরুন

জুলাই আগস্টের আন্দোলনে উত্তরায় ২শতাধিক মানুষকে হত্যার ঘটনায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একইসাথে মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ ৪ জনকে হাজির করা হয়।

সোমবার (১২ মে) সকাল ১০ টায় তাদের হাজির করা হয়। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের কথাও রয়েছে আজ।

এর আগে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অপরদিকে, মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, ইমরান এইচ সরকারসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে।

সর্বশেষ সংবাদ

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা সম্ভব নয়: জুলিয়ান উড

পাওয়ার হিটিং একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া—এটি এক বা দুই সপ্তাহের মধ্যে আয়ত্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ