spot_img

কাশ্মীর ইস্যু নিয়ে নিজের অবস্থান জানিয়ে দিলেন ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির পর এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশ সংঘর্ষ থেকে সরে এসে শান্তির পথ বেছে নেওয়ায় তিনি গর্বিত।

ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে ট্রাম্প লেখেছেন, ‘এই ঐতিহাসিক সিদ্ধান্তে আমি গর্বিত, ভারত ও পাকিস্তানকে যুক্তরাষ্ট্র এমন এক সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করতে পেরেছে।’ খবর সামা নিউজের

ট্রাম্প বলেছেন, তিনি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্য হারে বাড়াতে চান। বিশেষ করে পাকিস্তানের জন্য এই প্রতিশ্রুতি অর্থনৈতিক স্বস্তির সম্ভাবনা জাগাচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে পাকিস্তানের অন্যতম বড় বাণিজ্য অংশীদার।

কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপের ইঙ্গিত জানিয়ে ট্রাম্প বলেন, ‘হাজার বছর লাগলেও’ ভারত ও পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে কাজ করবো যেন ‘হাজার বছরের’ পুরোনো কাশ্মীর সমস্যা সমাধান করা যায়।’

যদিও বক্তব্যটি আংশিক রূপক অর্থে বলা হয়েছে, তবুও এটি আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যুকে পুনরায় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

১১

সর্বশেষ সংবাদ

সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন

সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১২ মে) পরিবেশ, বন...

এই বিভাগের অন্যান্য সংবাদ