ভারত ও পাকিস্তান উত্তেজনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএ) স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে পুনরায় আইপিএল শুরুর পরিকল্পনা করছে বিসিসিআই। যে কারণে দলগুলোকে নতুন নির্দেশনাও দিয়েছে বোর্ড।
আইপিএল পুনরায় শুরু হলে আগামী ৩০ মে পর্যন্ত টুর্নামেন্টের সময়সীমা বাড়ানোর পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৬ মে থেকে চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ- এই তিনটি ভেন্যুতে বাকি ম্যাচগুলো আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। আজ রোববার (১১ মে) রাতের মধ্যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নতুন সময়সূচী পাঠানো হবে।
বিসিসিআই’র সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ‘এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করা হয়েছে। ২৫ মে’র পরিবর্তে ৩০ মে আইপিএল ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি ম্যাচগুলো হতে পারে নির্দিষ্ট ভেন্যুতে। আজ রাতের মধ্যেই দলগুলোর কাছে সূচী পাঠানো হবে।’
বিসিসিআই বলেছে, পাঞ্জাব কিংস ছাড়া ইতোমধ্যে সকল দলকে মঙ্গলবারের মধ্যে তাদের নিজ নিজ ভেন্যুতে রিপোর্ট করতে। যাতে শুক্রবারের মধ্যে আইপিএল পুনরায় শুরু করা যায়। ফ্র্যাঞ্চাইজিগুলিকে তাদের বিদেশি খেলোয়াড়দের ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে অবহিত করার জন্যও জানিয়েছে বোর্ড।
আইপিএল স্থগিতের পর অধিকাংশ বিদেশি খেলোয়াড় এবং কোচিং স্টাফরা ভারত ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন। ফ্র্যাঞ্চাইজিগুলো আবার তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছে।
আইপিএলে এখনও বাকি আছে আরও ১২ ম্যাচ। প্লে-অফ এবং ফাইনালের জন্য কমপক্ষে ৬ দিন সময় লাগবে। এছাড়া বাকি ম্যাচগুলি শেষ করতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। আর যেহেতু টুর্নামেন্ট শেষ করতে এখন তাদের হাতে মাত্র দুই সপ্তাহ সময় আছে, তাই একই দিনে দুই ম্যাচের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।
এদিকে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেছেন, ‘যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এখন আমরা আইপিএল পুনরায় শুরু ও শেষ করার সুযোগ খুঁজছি। যদি তাৎক্ষণিকভাবে আয়োজন সম্ভব হয়, তাহলে আমাদের ভেন্যু, সময়সূচি ইত্যাদি ঠিক করতে হবে।