spot_img

দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

অবশ্যই পরুন

টানা চারদিনের মতো চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে। রোববার (১১ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রার পারদ কিছুটা হ্রাস পেলেও কার্যত গরমের অনুভূতি কমেনি। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনুভূতিও বাড়ছে অনেকাংশে। বাতাসেও বয়ে যাচ্ছে আগুনের উত্তাপ।

আজ সকাল থেকেই রাস্তাঘাটে মানুষের চলাচল কম ছিল। খেটে খাওয়া মানুষরাও ঘরের বাইরে কম বের হয়েছেন।জীবিকার তাগিদে যারা বাইরে বের হয়েছে তারাও চরম কষ্টে পড়েছেন। একপ্রকার দুর্বিষহ জীবন পার করছেন এ জেলার সাধারণ মানুষ। অনেক শ্রমজীবীর আয়-উপার্জনে টান পড়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, আগামী ১৩ মে’র পর থেকে বৃষ্টিপাতের বলয় দেখা গেছে। তার আগে এই দুদিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

সর্বশেষ সংবাদ

জুলাই অভ্যুত্থানের হত্যা মামলা পরিচালনায় সাত সদস্যের কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের বিচার কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে সাত সদস্যের একটি কমিটি গঠন...

এই বিভাগের অন্যান্য সংবাদ