spot_img

যে শর্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেন

অবশ্যই পরুন

রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেন, তবে শর্ত হচ্ছে রাশিয়াকে অবশ্যই আগে একটি নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে হবে। রোববার (১১ মে) সকালে এক্স-এ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই কথা জানান। এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে দ্য গার্ডিয়ান।

জেলেনস্কি বলেন, ‘একদিনের জন্যও হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আমরা আশা করছি রাশিয়া আগামীকাল সোমবার (১২ মে) থেকে একটি স্থায়ী ও বিশ্বাসযোগ্য যুদ্ধবিরতি ঘোষণা করবে। তাহলেই ইউক্রেন আলোচনায় বসতে প্রস্তুত।’

জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়ারমাক টেলিগ্রামে আরোও স্পষ্টভাবে বলেন, ‘প্রথমে ৩০ দিনের যুদ্ধবিরতি, তারপর বাকি সব।’

শনিবার ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডের নেতাদের কিয়েভ সফরের সময় এই যুদ্ধবিরতির প্রস্তাব ওঠে। এরপর তারা ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনআলাপে অংশ নেন এবং পরে এক যৌথ সংবাদ সম্মেলন করেন।

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পদে প্রথম মুসলিম নারী

যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শাবানা মাহমুদকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো মুসলিম নারী ব্রিটেনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ