spot_img

হজের আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা চালু করলো সৌদি আরব

অবশ্যই পরুন

সৌদি আরবের প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স (মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক কর্তৃপক্ষ) এ বছরকার হজ্জ মৌসুমের জন্য ‘এনরিচিং দ্য ফিল্ড পাথ’ নামে একটি বিশেষ উদ্যোগ চালু করেছে। সৌদি প্রেস এজেন্সি শনিবার (১০ মে) এ সংবাদ প্রকাশ করেছে। শনিবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

হাজীদের জন্য বৈজ্ঞানিক নির্দেশনা ও সচেতনতা কর্মসূচির মাধ্যমে একটি সংযত ও ভারসাম্যপূর্ণ হজ্জের বার্তা বহুভাষায় প্রচার করার উদ্যোগ নিচ্ছে দেশটি।

এই উদ্যোগের আওতায় ২০টিরও বেশি ডিজিটাল, প্রযুক্তিগত, শিক্ষামূলক, ধর্মীয় ও বিশ্বাসভিত্তিক সচেতনতা কর্মসূচি বিভিন্ন ভাষায় উপস্থাপন করা হবে। হজযাত্রীদের প্রত্যাশিত আগমনকে সমর্থন করার জন্য দুই হাজারেরও বেশি প্রশিক্ষিত সৌদি কর্মী মোতায়েন করা হয়েছে।

এছাড়াও, এই পরিকল্পনাটি হজের মধ্যপন্থী বার্তা বিশ্বজুড়ে একাধিক ভাষায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাতটি বিশেষায়িত ট্র্যাককে উন্নত করা হয়েছে।

সকল হাজীর জন্য উন্নত সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের প্রচেষ্টা জোরদারের ওপর জোর দিয়েছেন। বহুভাষিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী একটি সংযত, বিশ্বাসভিত্তিক হজ্জের বার্তা প্রচারের আহ্বান জানিয়েছেন। হজ্জের রীতিনীতি সহজভাবে পালনে কোমলতা, প্রজ্ঞা ও সহানুভূতিশীল নির্দেশনার পাশাপাশি ডিজিটাল সরঞ্জাম ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

‘পাকিস্তান কখনও যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি’

পাকিস্তানের সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি। এমন দাবি করেছেন দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সাংবাদিকদের এক প্রশ্নের...

এই বিভাগের অন্যান্য সংবাদ