spot_img

হঠাৎ চোখ লাল, চিকিৎসকদের মতে এটা কীসের লক্ষণ

অবশ্যই পরুন

অনেক সময় চোখের সাদা অংশ লালচে বা গোলাপি হয়ে যেতে দেখা যায়। অনেকে এতে ভয় পেয়ে যান, ভাবেন হয়তো চোখে বড় কোনো সমস্যা হয়েছে। তবে চিকিৎসকদের মতে, এটি বেশিরভাগ সময়ই ‘পিঙ্ক আই’ নামে পরিচিত এক ধরনের চোখের প্রদাহ বা সংক্রমণ, যার চিকিৎসা বেশ সহজ এবং এটি সাধারণত খুব ভয়াবহ কিছু নয়।

পিঙ্ক আই: চিকিৎসা পরিভাষায় পিঙ্ক আইকে বলা হয় কনজাঙ্কটিভাইটিস। এটি মূলত চোখের সাদা অংশ ও ভেতরের পাতার স্বচ্ছ আবরণে সংক্রমণ বা প্রদাহ হওয়ার ফলে ঘটে। ফলে চোখ লাল দেখায় এবং এতে চুলকানি, জ্বালাপোড়া, পানি পড়া কিংবা পুঁজ জাতীয় পদার্থ দেখা দিতে পারে।

পিঙ্ক আইয়ের প্রকারভেদ: হেলথলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে তিন ধরনের পিঙ্ক আইয়ের কথা বলা হয়েছে, যেগুলোর কারণ ও উপসর্গ ভিন্ন ভিন্ন:

১. ভাইরাল পিঙ্ক আই: এটি ভাইরাসজনিত এবং খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সাধারণত চোখ লাল হয়ে যায়, প্রচণ্ড চুলকানি ও পানি পড়তে থাকে। অনেক সময় সর্দি-কাশি বা গলা ব্যথার মতো ভাইরাল ইনফেকশনের অন্যান্য উপসর্গও দেখা দেয়।

২. ব্যাকটেরিয়াল পিঙ্ক আই: ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এই ধরনের সংক্রমণে চোখ ফুলে যায়, ব্যথা অনুভূত হয় এবং গাঢ় পুঁজ দেখা দেয়। কখনও কখনও স্ট্রেপ থ্রোটের জন্য দায়ী ব্যাকটেরিয়াও এই সংক্রমণের কারণ হতে পারে।

৩. অ্যালার্জিক পিঙ্ক আই: এটি অ্যালার্জির কারণে হয়ে থাকে। ধুলোবালি, ধোঁয়া বা ঋতু পরিবর্তনের মতো অ্যালার্জি ট্রিগার থেকে এটি দেখা দেয়। এতে চোখে প্রচণ্ড চুলকানি, পানি পড়া এবং ফোলা ভাব তৈরি হয়, তবে এটি ছোঁয়াচে নয়।

যেসব লক্ষণ থেকে বুঝবেন আপনি পিঙ্ক আইয়ে আক্রান্ত

  • চোখের সাদা অংশে লালচে ভাব
  • পানি পড়া বা পুঁজ নিঃসরণ
  • চোখের পাতায় ফোলাভাব
  • চুলকানি ও জ্বালাপোড়া
  • আলোতে চোখে অস্বস্তি
  • ঘুম থেকে উঠলে চোখের চারপাশে জমে থাকা পুঁজ

কতদিন থাকে এই পিঙ্ক আই: চিকিৎসকদের মতে ভাইরাল পিঙ্ক আই সাধারণত ৭ থেকে ১৪ দিনের মধ্যে সেরে যায়। ব্যাকটেরিয়াল পিঙ্ক আই চিকিৎসা ছাড়াও ২-৫ দিনের মধ্যে ঠিক হতে পারে, তবে জটিল ক্ষেত্রে ৩ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। অন্যদিকে, অ্যালার্জিক পিঙ্ক আই অ্যালার্জির ট্রিগার থেকে মুক্তি পাওয়ার পর আপনা-আপনি ভালো হয়ে যায়।

ভাইরাল পিঙ্ক আই-এর নির্দিষ্ট কোনো ওষুধ নেই, তবে চোখে আরাম পেতে ঠান্ডা সেঁক বা আই ড্রপ ব্যবহার করার পরামর্শ দেন চিকিৎসকরা।

চিকিৎসা ও সতর্কতা: ভাইরাল পিঙ্ক আই-এর নির্দিষ্ট কোনো ওষুধ নেই, তবে চোখে আরাম পেতে ঠান্ডা সেঁক বা আই ড্রপ ব্যবহার করার পরামর্শ দেন চিকিৎসকরা। সাধারণত ব্যাকটেরিয়াল পিঙ্ক আই-এর জন্য অ্যান্টিবায়োটিক আই ড্রপ বা অয়েন্টমেন্ট দেয়া হয়। অ্যালার্জিক পিঙ্ক আই-এর জন্য অ্যান্টিহিস্টামিন আই ড্রপ বা অ্যালার্জি কমানোর ওষুধ ব্যবহার করা যায়।

ঘরোয়া কিছু উপশম পদ্ধতি:

  • পরিষ্কার হাত দিয়ে চোখ ধোয়া ও ছোঁয়া থেকে বিরত থাকা
  • আলাদা তোয়ালে ও বালিশ ব্যবহার
  • চোখে ঠান্ডা বা গরম সেঁক
  • প্রয়োজন হলে ছায়াযুক্ত জায়গায় অবস্থান করা

যদি চোখের সমস্যা এক সপ্তাহের বেশি সময় স্থায়ী হয়, বা উপসর্গ খুব বেশি তীব্র হয় (যেমন–চোখে প্রচণ্ড ব্যথা, ঝাপসা দেখা, আলোতে অস্বস্তি), তাহলে অবশ্যই চোখের বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত। চোখ লাল হওয়া মানেই যে কোনো ভয়াবহ রোগ হয়েছে, তা নয়। এটি বেশিরভাগ সময় ‘পিঙ্ক আই’ নামক একটি অস্বস্তিকর কিন্তু সহজে নিরাময়যোগ্য সংক্রমণ। তবে তীব্র বা দীর্ঘস্থায়ী সমস্যার ক্ষেত্রে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই উত্তম।

সর্বশেষ সংবাদ

সুদানে আরএসএফের হামলায় অন্তত ৩৩ জন নিহত

সুদানে চলমান দুই বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে নতুন করে সহিংসতা বেড়েছে। আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সন্দেহভাজন হামলায় গত...

এই বিভাগের অন্যান্য সংবাদ