পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশি ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণার মাত্র তিন ঘণ্টা পরই ফের সীমান্তে উত্তেজনার খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরসহ একাধিক জায়গায় গোলাগুলির শব্দ পেয়েছে সেখানকার বাসিন্দারা। যদিও যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, শনিবার রাতে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় রাত ৮টা ৫৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওমর আবদুল্লাহ লেখেন, ‘যুদ্ধবিরতির কী হল? শ্রীনগরে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।’ রাত ৯টা ১০ মিনিটে তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘সত্যিই কোনো যুদ্ধবিরতি হয়নি। শ্রীনগরের কেন্দ্রস্থলে আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয়।’
এর আগে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে ভারত ও পাকিস্তানের সম্মত হওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টি ভারত ও পাকিস্তানের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ‘ভারত ও পাকিস্তান উভয় দেশই ভারতীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ এবং সমুদ্রে সকল ধরণের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করবে।’
উল্লেখ্য, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, ‘পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে।