spot_img

সীমান্ত থেকে এপ্রিলে ১৪৩ জনকে গ্রেপ্তার: বিজিবি

অবশ্যই পরুন

সীমান্তবর্তী অঞ্চলে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে চলমান অভিযানে গত এপ্রিল মাসে ১৪৩ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্ত পারাপারের চেষ্টা ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৪০০ জনকে আইনের আওতায় আনা হয়েছে। শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিল মাসে দেশের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে বিজিবি প্রায় ১০১ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করে। এসব পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ, রুপা, শাড়ি, থ্রিপিস, চাদর, তৈরি পোশাক, হীরার নাকফুল, কসমেটিকস, আতশবাজি, কাঠ, চা-পাতা, সুপারি, চিনি, সার, কয়লা, কারেন্ট জাল, মুঠোফোন, চশমা, ফলমূল, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, জিরা, শুঁটকি, চিংড়ি পোনা, কফি, চকলেট, গবাদি পশু, কষ্টিপাথরের মূর্তি, প্রাইভেট কার, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্রলি, নৌকা, সিএনজি, মোটরসাইকেল ও বাইসাইকেল।

মাদকবিরোধী অভিযানে বিজিবি বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, কোকেন, ফেনসিডিল, বিদেশি ও দেশি মদ, বিয়ার, গাঁজা, নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন, সিগারেট ও বিড়ি জব্দ করেছে।

অস্ত্র উদ্ধার সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিজিবি এপ্রিল মাসে সীমান্তে অভিযান চালিয়ে একটি জি-৩ রাইফেল, একটি এয়ার রাইফেল, একটি দেশীয় পিস্তল, একটি গাদাবন্দুক, ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রলবোমা জব্দ করেছে। এসব অস্ত্র ও বিস্ফোরক সম্ভাব্য নাশকতামূলক কাজে ব্যবহৃত হতে পারত বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের ৪৬৪ জন নাগরিককে আটক করে পরবর্তীতে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান নিয়মিতভাবে চলবে।

সর্বশেষ সংবাদ

ডিএমপির ৪ কর্মকর্তাকে রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) ডিএমপি...

এই বিভাগের অন্যান্য সংবাদ