spot_img

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: গ্রেপ্তার ৩২

অবশ্যই পরুন

ঢাকার মোহাম্মদপুর এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার রাত থেকে চলা এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এবং পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পেশাদার চোর, সাজাপ্রাপ্ত আসামি এবং নানা অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। এদের সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—কামাল (২৪), উজ্জ্বল (১৯), অপু মিয়া (২১), মিখাইল ইসলাম (২৬), শাকিল (১৮), রবিউল (১৮), শিমুল (২৫), রাজন (২৫), আমানুল্লাহ আমান (২৪), জীবন (২১), রবিন (২০), সাগর (২১), রফিকুল ইসলাম (৫০), রাব্বি (২২), নয়ন (২০), জাফর (২৯), সম্রাট (২৫), রাজু (৩১), পায়েল (২৪), জাবেদ (১৯), আবদুল্লাহ ওরফে ডলার (৩০), জনি (২২), মুক্তার হোসেন (২৬), বাবলু (৪২), সাদ্দাম (২৫), হাসান রহমান (৩০), পিয়াল মাদবর (২৬), রতন হাওলাদার (৪০), রাব্বি (২৩), দিপু (২৫), আবুল হাশেম (৬০) এবং হজরত আলী ওরফে হৃদয় (১৯)।

পুলিশ জানায়, এই অভিযান ছিল পূর্বনির্ধারিত এবং মোহাম্মদপুর এলাকায় অপরাধ দমনে চলমান ধারাবাহিক কার্যক্রমের অংশ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

সর্বশেষ সংবাদ

ডিএমপির ৪ কর্মকর্তাকে রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) ডিএমপি...

এই বিভাগের অন্যান্য সংবাদ