spot_img

শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

অবশ্যই পরুন

শ্রীলঙ্কায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির সামরিক বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) বেল টু-ওয়ার-টু হেলিকপ্টারটি শ্রীলঙ্কার মাদুরু ওয়া জলাধারে আছড়ে পড়ে।

হেলিকপ্টারটিতে আরোহী ছিলেন দেশটির সশস্ত্র বাহিনীর ১২ সদস্য। আহতদের উদ্ধারের পর হাপাতালে নেয়া হলে সেখানে ৬ সদস্যের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুইজন বিমান বাহিনীর ও বাকিরা বিশেষ বাহিনীর সদস্য বলে জনান দেশটির বিমান বাহিনীর এক মুখপাত্র। তবে দূর্ঘটনার কারণ সম্বন্ধে বিস্তারিত জানাননি ওই কর্মকর্তা। মাদুরো ওয়াতে স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলের পাসিং আউট কুচকাওয়াজ সংশ্লিষ্ট এক প্রদর্শনীর মধ্যে এ দুর্ঘটনাটি ঘটে।

সর্বশেষ সংবাদ

জোতার সম্মানে তার জার্সি তুলে রাখলো লিভারপুল

সড়ক দুর্ঘটনায় লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রের মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব। মাঠের বাইরের এই মর্মান্তিক ঘটনায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ