spot_img

‘চাল দিচ্ছেন’ নেতানিয়াহু, সম্পর্ক ছিন্ন করছেন ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ মে) ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন এই তথ্য জানিয়েছেন।

এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে কোজিন বলেন, ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে জানিয়েছেন যে, নেতানিয়াহু তাকে ‘চাল দিচ্ছেন’ বলে মনে করছেন ট্রাম্প। এই মন্তব্যের পরই ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে সমস্ত সরাসরি যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেন।

একজন ইসরায়েলি কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে ট্রাম্প কী করবেন তা নিয়ে ডারমারের রিপাবলিকান শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করার ভঙ্গি অহংকারপূর্ণ ও অসহযোগিতামূলক বলে মনে হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাম্পের ঘনিষ্ঠরা তাকে বলেছেন, নেতানিয়াহু তাকে ব্যবহার করছেন এবং এর ফলে তিনি নিজেকে প্রতারিত বোধ করছেন। কর্মকর্তার ভাষায়, ‘ট্রাম্পের সবচেয়ে অপছন্দের বিষয় হলো তাকে বোকা বা ব্যবহৃত ব্যক্তি হিসেবে উপস্থাপন করা। এজন্যই তিনি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছেন।’

কোজিন জানান, ইরান ও ইয়েমেনের হুথিদের বিষয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা বা সময়সীমা দিতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, গাজার বিষয়ে নেতানিয়াহুর সরকার কোনো নির্দিষ্ট প্রস্তাব বা পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি, যা ট্রাম্প প্রশাসনের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ খেলার হাতছানি

ঋতুপর্ণা চাকমার অনিন্দ্য জোড়া গোলে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়ে প্রথমবারের মতো নারী...

এই বিভাগের অন্যান্য সংবাদ