spot_img

যুদ্ধ ইস্যুতে যেসব ‘গুরুত্বপূর্ণ’ প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব

অবশ্যই পরুন

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৮ মে) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় এই প্রেস ব্রিফিং। যেখানে ‘অপারেশন সিঁদুর’ ও ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্র সচিব। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি। সাংবাদিকরা প্রশ্ন করলেও কৌশলে উত্তর দিয়েছেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এড়িয়ে যাওয় বিষয়গুলো হলো-

এড়িয়ে যাওয়া বিষয়গুলো

সম্প্রতি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, পাকিস্তানি বাহিনীর আক্রমণে ভারতের ৫০ জন সেনা নিহত হয়েছে। প্রতিদ্বন্দ্বী দেশের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন দাবি সংবাদ সম্মেলনে খণ্ডন করেননি ভারতের পররাষ্ট্র সচিব। যদিও উপস্থিত সাংবাদিকরাও তাকে এ প্রসঙ্গে কোনো প্রশ্ন করেননি।

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। এ সম্পর্কে বিক্রম মিশ্রিকে প্রশ্ন করা হয়। তিনি এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, এ বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে।

পররাষ্ট্র সচিবকে প্রশ্ন করা হয়- কিছু ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গতকাল পাকিস্তানে বিমান হামলায় ১০০ জন জঙ্গি নিহত হয়েছে। এই বিষয়েও সুনির্দিষ্ট কোনো জবাব দেননি তিনি। বিক্রম মিশ্রী বলেন, বিমান হামলার পর মাত্র ৩৬ ঘণ্টা পেরিয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকে অপেক্ষা করতে হবে।

সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রিকে প্রশ্ন করা হয়- ভারত দাবি করেছে তারা পাকিস্তানের লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। ভারতের লক্ষ্যবস্তুতে এমন আরও কিছু আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অপারেশনাল বিষয়ে গভীরে যেতে চাই না। প্রসঙ্গত, লাহোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার কথা অস্বীকার করেছে পাকিস্তান।

সূত্র- বিবিসি

সর্বশেষ সংবাদ

আবদুল হামিদের দেশত্যাগ: তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ