spot_img

কানাডা থেকে বাংলাদেশের সমর্থকদের যে বার্তা দিলেন শমিত

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন পেয়েছেন শমিত সোম। এখন শুধু মাঠে নামার অপেক্ষা। সেই অপেক্ষার পালা ফুরোবার আগেই দেশের ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানালেন কানাডা প্রবাসী এই ফুটবলার।

আজ বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ভক্তদের ধন্যবাদ জানান।

২৭ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

৬ মে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়েছেন শমিত। এর আগে, ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান। এরপর ৫ মে বাংলাদেশের পাসপোর্ট হাতে পান।

অল্প সময়ে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়ে শমিত উচ্ছ্বাস প্রকাশ করেন, ‘যারা এই প্রক্রিয়াকে দ্রুত সময়ে শেষ করতে সাহায্য করেছেন, তাদেরও ধন্যবাদ জানাই।’

শমিত সোমের জন্ম ও বেড়ে ওঠা কানাডায় তবে তার মা-বাবা বাংলাদেশি। ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে ২টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন তিনি।

সব ঠিক থাকলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে শমিতের। সেই ম্যাচ দিয়ে আবারও ফুটবলে ফিরছে সংস্কারের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা জাতীয় স্টেডিয়াম।

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এরপর থেকে প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ বেড়েছে।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য সফরে পারস্য উপসাগরের নাম পরিবর্তনের ঘোষণা দিতে পারেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি মধ্যপ্রাচ্য সফরকালে ‘পারস্য উপসাগর’ নামকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আগামী সপ্তাহে সৌদি...

এই বিভাগের অন্যান্য সংবাদ