spot_img

ভারত-পাকিস্তান ইস্যুতে সতর্কতা জারি ইসরায়েলের

অবশ্যই পরুন

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই অবস্থায় ইসরায়েল তার নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। বিশেষ করে কাশ্মীর অঞ্চলে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল

প্রতিবেদন থেকে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি নাগরিকদের কাশ্মীর সফর থেকে বিরত থাকতে হবে, তবে লাদাখ অঞ্চল এর আওতাভুক্ত নয়। যারা বর্তমানে কাশ্মীরে অবস্থান করছেন, তাদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, আজ ভারত ও পাকিস্তান কন্ট্রোল লাইনে ভারী গোলাগুলি চালিয়েছে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। বলা হয়েছে, ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।

 

এই ঘটনা এমন সময় ঘটল যখন দুই সপ্তাহ আগে ভারত অভিযোগ তোলে, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে তাদের ভূখণ্ডে সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল। পাকিস্তান অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে জাইকার সহযোগিতার প্রতিশ্রুতি

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, মৎস্য, রোহিঙ্গা মানবিক সহায়তা এবং তরুণদের উন্নয়ন— বিশেষ করে শিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও...

এই বিভাগের অন্যান্য সংবাদ