সম্প্রতি কাশ্মীরে হামলার জেরে প্রতিবেশী দুই দেশ পাল্টাপাল্টি নানা পদক্ষেপের পর এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে পাকিস্তান-ভারত দুই দেশের উত্তেজনা। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ভারতের বিমান হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভারতের এই হামলার প্রভাব পড়েছে দুই দেশের শোবিজ অঙ্গনেও। ভারতীয় তারকারা এই হামলার সমর্থন দিচ্ছেন। সমর্থন দিয়েছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুনও।
আজ বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে পাকিস্তানের হামলার ঘটনায় একটি পোস্ট দিয়েছেন অভিনেতা। সঙ্গে ‘অপারেশন সিঁদুর’ লেখা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক, জয় হিন্দ’।
আল্লু অর্জুন ছাড়াও হামলায় সমর্থনে কথা বলেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির আরেক অভিনেতা বিক্রান্ত মাসেও। মোদি সরকারের ‘যোগ্য জবাবে’ খুশি অভিনেতা।
এদিকে ভারতের ‘অপারেশন সিঁদুরে’ (ক্ষেপণাস্ত্র হামলা) সহমত প্রকাশ করেছেন বলিউডের বহু তারকা। রীতেশ দেশমুখ, অক্ষয় কুমার, নিমরত কৌরসহ অনেক তারকা সামাজিক মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করে হামলার সমর্থন করেছেন।