spot_img

ভারত-পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের

অবশ্যই পরুন

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। আজ বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় দেশকে সংযম প্রদর্শন ও এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশা করে যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই উত্তেজনা প্রশমিত হবে এবং আঞ্চলিক জনগণের স্বার্থে শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে।”

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রোহিত

প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ