spot_img

ইয়েমেনে বিমান হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্য ইস্যুতে হঠাৎই বড় পরিবর্তন এসেছে মার্কিন নীতিতে। ইয়েমেনে বিমান হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৬ মে) এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি। ওভাল অফিসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে বৈঠকের পর ট্রাম্প বলেন, মার্কিন শর্তে রাজি হয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। এখন থেকে সশস্ত্র গোষ্ঠীটি বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ রাখবে। তারই ফলশ্রুতিতে ইয়েমেনে বিমান হামলা বন্ধ করবে যুক্তরাষ্ট্র।

এ ঘটনাকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে বড় পদক্ষেপ আখ্যা দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, গতকাল রাতে আমরা দারুণ সুসংবাদ পেয়েছি। হুতিরা আর যুদ্ধ চায় না। আর আমরা এ সিদ্ধান্তকে সম্মান জানাই। আমরা ইয়েমেনে বিমান হামলা করবো না। তারাও জাহাজগুলোতে আর হামলা করবে না।

সর্বশেষ সংবাদ

বড় সুখবর পেলেন মেহেদী হাসান মিরাজ

এবার আরও একটি সুখবর পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এরআগে ফাইফার ও সেঞ্চুরি তুলে নিয়ে দলকে সিরিজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ