spot_img

জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি নিয়মবহির্ভূত, অভিযোগ শিশির মনিরের

অবশ্যই পরুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা কাদের মোল্লাকে নিয়মবহির্ভূত ফাঁসি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আইনজীবী শিশির মনির। রিভিউয়ের এক সংক্ষিপ্ত রায়ে ফাঁসি কার্যকর করা হয়েছিল অভিযোগ তার।

মঙ্গলবার (৬ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির বেঞ্চে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাস চেয়ে আপিল শুনানি চলাকালে তিনি এসব অভিযোগ করেন।

শিশির মনির অভিযোগ করেন, ২০১৩ সালের ৫ জানুয়ারি দেশে নির্বাচন ছিল। সেই নির্বাচনের আগে ফাঁসি দিতেই দ্রুত রায় দেয়া হয়। মামলায় সাক্ষ্যগ্রহণ ঠিকমতো হয়নি। আসামিপক্ষ সাক্ষীদের ক্রসচেক করার সুযোগ পায়নি। যাদের ক্রস চেকের সুযোগ হয়েছে, তাদের অনেকেরই আদালতের বক্তব্যের সাথে পুলিশের কাছে দেয়া বক্তব্যের মিল পাওয়া যায়নি।

আদালতে এই আইনজীবী বলেছেন, রিভিউ যখন খারিজ হয় তখন কেন খারিজ হলো সেটার কারণ লিখে ফাঁসি দিতে হতো। কিন্তু সংক্ষিপ্ত রায়ে তা লেখা ছিল না। উপমহাদেশে এমন নজির নেই।

সর্বশেষ সংবাদ

হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমলো

এবার ২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০...

এই বিভাগের অন্যান্য সংবাদ