spot_img

নিউজিল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ শুরু

অবশ্যই পরুন

নিউজিল্যান্ড ‘এ’ দল বাংলাদেশের বোলারদের তোপে অল্প রানেই গুটিয়ে যায়। এরপর বাকি কাজটা ব্যাটারদের করতে বেশি একটা বেগ পোহাতে হয়নি। এতেই বড় জয়ে সিরিজ শুরু করেছে নুরুল হাসান সোহানের দল।

কিউইদের তারা ৭ উইকেটে হারিয়েছে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা। আজ সোমবার (৫ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক নিক কেলি।

খালেদ আহমেদ ও তানভীর ইসলামের বোলিং তোপে ৩৪ ওভার ৩ বলে মাত্র ১৪৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
৫ কিউই ব্যাটার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। ডিন ফক্সক্রফট করেন সর্বোচ্চ ৬৪ বলে ৭২ রান।

এছাড়া ওপেনার রাইস মারিউ করেন ৫১ বলে ৪২ রান। বাংলাদেশের পক্ষে খালেদ ও তানভীর নেন ৩টি করে উইকেট।

১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৫৩ রানের মধ্যে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন ১২ বলে ২৪ ও নাঈম শেখ ২০ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন এনামুল হক বিজয়। ৫৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১০৮ রানে ৪৫ বলে ৩৮ রান করে আউট হন বিজয়।

এরপর ক্রিজে আসা অধিনায়ক সোহানকে সঙ্গে নিয়ে ১৩৬ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অঙ্কন। সোহান ২৬ বলে ২০ ও অঙ্কন ৬১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে ক্রিস্টিয়ান ক্লার্ক নেন ২টি উইকেট।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি। বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের...

এই বিভাগের অন্যান্য সংবাদ