spot_img

তথ্য ফাঁসের দায়ে টিকটককে ৬০০ মিলিয়ন ডলার জরিমানা

অবশ্যই পরুন

ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনে স্থানান্তরের অভিযোগে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (২ মে) ডেটা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে চীনা এই কোম্পানিটিকে ৫৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

ইইউ-এর পক্ষ থেকে বলা হয়েছে, টিকটক ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা চীনে পাঠিয়েছে এবং চীনা কর্তৃপক্ষের সম্ভাব্য অ্যাক্সেস থেকে সেই ডেটা সুরক্ষার পর্যাপ্ত নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। তারা জোর দিয়ে বলেছে, ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটার জন্য তারা কখনোই চীনা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুরোধ পায়নি।

তদন্ত পরিচালনাকারী আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশন (ডিপিসি) জানিয়েছে, চীনা মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট পূর্বে অস্বীকার করা সত্ত্বেও ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটা চীনেই হোস্ট করার কথা স্বীকার করেছে। টিকটকের বিরুদ্ধে ইইউ-এর এটি দ্বিতীয় বৃহত্তম ডেটা সুরক্ষা জরিমানা।

সর্বশেষ সংবাদ

পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মোবারক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার (৩ মে) বিবৃতির...

এই বিভাগের অন্যান্য সংবাদ