spot_img

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

অবশ্যই পরুন

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে আছেন দুই সম্ভাবনাময় তরুণ—স্যাম কুক ও জর্ডান কক্স, যাদের অভিষেক এখনো হয়নি।

কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্স করেই জায়গা পেয়েছেন কুক। তিনি এখন পর্যন্ত ১৯.৭৭ গড়ে ৩১৮টি উইকেট শিকার করেছেন। ইংল্যান্ড লায়ন্সের হয়েও আলো ছড়িয়েছেন এই পেসার। অপরদিকে, কক্স প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিন পর ফিরেছেন পেসার জশ টাং, যিনি সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের অ্যাশেজ সিরিজে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১৪ উইকেট নেওয়ায় আবার নজরে এসেছেন তিনি।

ইংল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার এই টেস্টটি ২১-২৫ মে নটিংহামের ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত হবে। ২০০৩ সালের পর দুই দল আবার মুখোমুখি হচ্ছে টেস্টে।

ইংল্যান্ড স্কোয়াড: জাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), জর্ডান কক্স (উইকেটকিপার), স্যাম কুক, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, ম্যাথিউ পটস ও জশ টাং।

সর্বশেষ সংবাদ

উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করলো পাকিস্তান

পাকিস্তান সফলভাবে আবদালি ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এটি একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্র ব্যবস্থা, যার পাল্লা ৪৫০...

এই বিভাগের অন্যান্য সংবাদ