spot_img

জাপানের ক্লাবের কাছে হার, বিদায় রোনালদোর আল নাসরের

অবশ্যই পরুন

এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। তাদেরকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্তালে।

ম্যাচের ১০ মিনিটে দারুণ এক ভলিতে ফ্রন্তালেকে এগিয়ে নেন তাতসুয়ে। পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি আল নাসর। ২৮ মিনিটে সমতা টানেন সাদিও মানে। সমতায় ফেরার ছয় মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে রোনালদো। সিআরসেভেনের হেড বাধা পায় ক্রসবারে। বিরতিতে যাওয়ার আগে ওজেকির গোলে আবারও এগিয়ে যায় জাপানের ক্লাবটি।

৭৬ মিনিটে আকিহিরোর বাঁ পায়ের শটে ব্যবধান আরও বাড়িয়ে জয়ের পথে এগিয়ে যায় তারা। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে আইমানের লক্ষ্যভেদী শটে নতুন করে আল নাসরের আশা জাগে। ৯৫ মিনিটে রোনালদো গোলের সহজ সুযোগ নষ্ট না করলে হয়তো ম্যাচ সমতায় আসতো। কাওয়াসাকির গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তার দলকে।

সর্বশেষ সংবাদ

বিএনপি সংস্কারবিরোধী বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: মির্জা ফখরুল

একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ