চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে মনোমুগ্ধকর ছয় গোলের থ্রিলারে দুইবার পিছিয়ে পড়েও ইন্টার মিলানের বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা। দারুণ দৃঢ়তা দেখিয়ে বার্সেলোনার মাঠ থেকে সমতা নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান।
বুধবার (৩০ এপ্রিল) রাতে মন্তুজুইকে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ইন্টারের হয়ে জোড়া গোল করেছেন ডেঞ্জাল ডামফ্রিস, অপর গোলটি করেন মার্কাস থুরাম। বার্সেলোনার হয়ে একটি করে গোল করেছেন লামিন ইয়ামাল ও ফেরান তোরেস। অপর গোলটি আসে আত্মঘাতীর সুবাদে।
এদিন ম্যাচ শুরুর মাত্র ৩০ সেকেন্ডেই চমক দেখায় ইন্টার মিলান। ডেঞ্জেল ডুমফ্রিজের ক্রস থেকে মার্কাস থুরাম অসাধারণ ব্যাকহিল ফ্লিকে বল জালে জড়ান—চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল এটি।
এরপর ২০ মিনিট পর আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তখন মনে হচ্ছিল, বার্সার জন্য এক বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
কিন্তু ম্যাজিক্যাল লামিনে ইয়ামাল খেলার মোড় ঘুরিয়ে দেন। ২৪ মিনিটে ড্রিবল করে ডিফেন্ডারদের কাটিয়ে বাম পায়ের এক দারুণ শটে বল পোস্ট ছুঁয়ে জালে পাঠান ইয়ামাল। ১৭ বছর বয়সী ইয়ামাল ম্যাচে আরও দুইবার পোস্টে বল মারেন এবং ক্লাবের হয়ে নিজের ১০০তম ম্যাচে ২২তম গোলটি করেন, সঙ্গে রয়েছে ৩৩টি অ্যাসিস্ট।
এরপর ৩৮ মিনিটে ফেরান তোরেস রাফিনিয়া হেড থেকে পেদ্রির ক্রসফিল্ড বলের সুযোগ কাজে লাগিয়ে ক্লোজ রেঞ্জ থেকে গোল করে বার্সাকে সমতায় ফেরান।
তবে ৬৩ মিনিটে আবারও ইন্টারকে এগিয়ে দেন ডুমফ্রিজ, কর্নার থেকে হেডে গোল করে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন।
তবে কেবল দুই মিনিট পর আবারও বার্সা দারুণভাবে ফিরে আসে, রাফিনিয়ার ২৫ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত শট ক্রসবারে লেগে গোললাইনের ভেতর পড়ে, ইন্টার গোলকিপার ইয়ান সোমারের পিঠ ছুঁয়ে বল জালে চলে যায়।
এই শ্বাসরুদ্ধকর ম্যাচের ফলে সেমিফাইনালের এই লড়াই এখনো খোলা, দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী ৬ মে সান সিরো স্টেডিয়ামে।