spot_img

সুইডেনে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

অবশ্যই পরুন

সুইডেনের উপসালা শহরে বন্দুকধারীর গুলিতে তিন জন নিহত হয়েছেন। শহরের কেন্দ্রস্থলে ভাকসালা স্কোয়ারের কাছে একটি হেয়ার সেলনে এই ঘটনা ঘটে। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্কুটার নিয়ে পালিয়ে যাওয়া হামলাকারী এখনও আত্মগোপনে রয়েছে। ইতোমধ্যে আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হত্যার ঘটনাটির তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পাঁচটি গুলির শব্দ শুনেছেন এবং ওই এলাকার লোকজনকে দৌড়াতে দেখেন।

রাজধানী স্টকহোমের উত্তরে অবস্থিত বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের জন্য সুপরিচিত উপসালা শহরে ওয়ালপার্গিস বসন্ত উৎসবের প্রাক্কালে এই ঘটনা ঘটে। এই উৎসবে সাধারণত শহরের রাস্তায় বিপুল সংখ্যক লোকের সমাগম হয়।

একজন প্রত্যক্ষদর্শী সুইডিশ চ্যানেল টিভি-৪’কে বলেন, ‘সব কিছু খুব দ্রুত ঘটে গেল। শুধু গুলির শব্দ শুনতে পেয়েছি।’

আরেক ব্যক্তি বলেন, তিনি বাড়িতে রান্না করছিলেন যখন রাস্তায় ‘দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান, যা কিছুটা আতশবাজির মতো শোনালো’।

পুলিশ মুখপাত্র ম্যাগনাস জানসন ক্লারিন টিভি-৪’কে জানান, হামলাকারীকে খুঁজে বের করতে ব্যাপক তৎপরতা চলছে। এছাড়াও একটি হেলিকপ্টারও অনুসন্ধানে যোগ দিয়েছে।

ক্লারিন বলেন, অপরাধীকে পালাতে বাধা দিতে এলাকায় ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল, তবে এখন তা পুনরায় চালু হয়েছে।

সর্বশেষ সংবাদ

ট্রাম্প রসিকতা করে বললেন ‘পরবর্তী পোপ হতে চাই আমি’

রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে জবাব দিয়েছেন। বলেছেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ