spot_img

‘নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াত’

অবশ্যই পরুন

জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় জামায়াতে ইসলামী আস্থা রাখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় অমুসলিমদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জামায়াত নির্বাচন চায়। নির্বাচনের জন্য সবচেয়ে উপযোগী সময় হচ্ছে ডিসেম্বর অথবা এপ্রিল মাস।

এর আগে জামায়াতের গণসংযোগের পক্ষে সকালে কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নে সহযোগী সদস্য ফরম বিতরণ করেন তিনি। পরে সেখানে পথসভায়ও বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান।

এ সময় এলাকার মানুষ চাইলে কুলাউড়া আসন থেকে নির্বাচন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন জামায়াত আমির।

সর্বশেষ সংবাদ

সশস্ত্র বাহিনীর সঙ্গে বৈঠক, সামরিক হামলার ‘সবুজ সংকেত’ দিলেন মোদি

জম্মু ও কাশ্মিরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে দেশটির তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনীল চৌহান,...

এই বিভাগের অন্যান্য সংবাদ