spot_img

রিয়াল ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি

অবশ্যই পরুন

কিছুদিন ধরেই গুঞ্জন ছিলো যে কোপা দেল রের ফাইনালই কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে। স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করে আসছিলো ফাইনালে রিয়াল মাদ্রিদ হারলে চাকরি হারাতে পারেন আনচেলত্তি। আর এই সুযোগটাই নিতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তাই সকলের চোখ ছিলো কোপা দেল রের ফাইনালে।

এবার নিউইয়র্ক ভিত্তিক ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘দ্য অ্যাথলেটিক’ এক চাঞ্চল্যকর এক তথ্য জানিয়েছে। রিপোর্ট অনু্যায়ী, কোচ কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ ছাড়ছেন আগামী জুনে এবং এরপর ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করবেন।

রিপোর্ট অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত এক বছরের চুক্তিতে আনচেলত্তি ব্রাজিলের কোচ হবেন। যদিও ৬৫ বছর বয়সী আনচেলত্তি ডিসেম্বর ২০২৩-এ রিয়াল মাদ্রিদের সাথে তার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত নবায়ন করেছিলেন, তবুও অনানুষ্ঠানিক সূত্র থেকে দ্য অ্যাথলেটিক জানতে পেরেছে, তিনি ইতোমধ্যেই ড্রেসিং রুমে খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন যে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রেকর্ড পারিশ্রমিকে জুনেই ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। এমনই খবর দিয়েছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করে ফেলেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। যদিও সব কিছু নির্ভর করছে রিয়াল মাদ্রিদ কবে আনচেলত্তিকে বিদায় জানাবে।

ফাব্রিজিও রোমানো এরই মধ্যে নিশ্চিত করেছেন আসছে জুনের শুরুতেই ব্রাজিল ফুটবলের ডাগআউটে দেখা যাবে ইতালিয়ান এই সুপার কোচের। চার জুন কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের মুখোমুখি হবে সেলেসাও। সেই ম্যাচেই অভিষেক হতে পারে আনচেলত্তির।

আনচেলত্তিকে সাইন করাতে কোচিং ইতিহাসের সব রেকর্ড ভাঙ্গতে চলেছে ব্রাজিল কনফেডারেশন। গণমাধ্যমে খবর পারিশ্রমিক হিসেবে তাকে যা দেবে সিবিএফ তা এখন পর্যন্ত কোনো কোচ পাননি।

যদিও গণমাধ্যমগুলো বিশাল অঙ্কের এই অর্থের সত্যিকারের ফিগারটা ঠিক কতো তা নিশ্চিত করতে পারেনি ।

সর্বশেষ সংবাদ

ডিপিএলে মেজাজ হারালেন রিয়াদ, তেড়ে গেলেন দর্শকের দিকে

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী বনাম মোহামেডানের মঙ্গলবারের (২৯ এপ্রিল) ম্যাচটা ছিল অলিখিত ফাইনাল। সেই ম্যাচে হেরেই কিনা মোহামেডানের ‘কুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ