spot_img

রেকর্ড গড়ার পথে মোহনলালের ‘থুদারুম’

অবশ্যই পরুন

মালয়ালম ছবির কিংবদন্তি অভিনেতা মোহনলাল। এই অভিনেতার থ্রিলারধর্মী সিনেমা ‘থুদারুম’ মুক্তি পেয়েছে শুক্রবার। মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়েছে এই ছবি। এম্পুরানের পর আরও একটি হিটের দেখা পেতে পারেন এই অভিনেতা আশা দর্শকদের।

স্যাকনিল্কের তথ্যানূযায়ী, প্রথম দিন শুক্রবার ৫.২৫ কোটি রুপি (ইন্ডিয়া নেট) তুলে নিয়েছে ‘থুদারুম’। শনিবার এই ছবির আয় ৮.৬ কোটি রুপি। আরও রোববার আয় কিছুটা বেড়ে হয় ১০.৮৯ কোটি রুপি।

স্যাকনিল্কের হিসেব অনুযায়ী, সোববার এখন পর্যন্ত ৪ দিনে এই ছবির মোট আয় দাঁড়িয়েছে ২৭.৩৬ কোটি রুপিতে।

এই ছবিতে মোহনলালে বিপরীতে অভিনয় করেছেন শোবানা। মোহনলাল এবং শোবানার উপস্থিতি আরও আগ্রহ বাড়িয়ে তুলেছে দর্শকমনে। এর আগেও দুইজন বহু হিট ছবি উপহার দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালে ভারতজুড়ে সাড়া ফেলেছিল মালয়ালম ছবি ‘মানজুম্মেল বয়েজ’। ওটিটিতে মুক্তির পর বাংলাদেশেও ছবিটি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহ থেকে ২৪২ কোটি রুপি আয় করেছিল চিদাম্বরাম পরিচালিত ‘মানজুম্মেল বয়েজ’। ছবিটি মালয়ালম ইন্ডাস্ট্রির সেরা ব্যবসাসফল সিনেমার খেতাব পেয়েছিল। তবে সে রেকর্ড ভেঙে দিল মোহনলালের আরেক ছবি ‘এল টু: এমপুরান’। মুক্তির মাত্র ১০ দিনেই ২৫০ কোটির মাইলফলক ছুঁয়েছিল ছবিটি। এবার ‘থুদারুম’ সেই রেকর্ড ভাঙতে পারবে কিনা দেখার অপেক্ষায় দর্শক।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বোলার আল ফাহাদের বিধ্বংসী স্পেল ও ব্যাটসম্যান জাওয়াদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ