কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। গত ২২ এপ্রিল হামলায় ২৬ জন নিহত হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনার নিন্দা জানিয়েছেন বলিউডের অনেক তারকা। এবার এই ঘটনার নিন্দায় শো বাতিল করার সিদ্ধান্ত নিলেন সালমান খান।
সোমবার ইনস্টাগ্রামে আগামী মে মাসে নির্ধারিত হওয়া ‘দ্যা বলিউড বিগ ওয়ান শো’ সম্পর্কে একটি আপডেট শেয়ার করেন তিনি। অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করেন ভাইজান, যেখানে বড় বড় করে লেখা রয়েছে ‘স্থগিত’। ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘কাশ্মীরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়ে দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, আগামী ৪ ও ৫ মে ম্যানচেস্টার এবং লন্ডনে নির্ধারিত ‘দ্যা বলিউড বিগ ওয়ান শো’ স্থগিত রাখার কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’
ক্যাপশনে আরও লেখা ছিল, ‘আমরা বুঝতে পারছি আমাদের ভক্তরা এই অনুষ্ঠানের জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, কিন্তু আমরা মনে করি এই শোকের সময়ে এই সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়। আমাদের এই সিদ্ধান্তের ফলে যদি কোনও হতাশা বা অসুবিধা সৃষ্টি হয় তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। অনুষ্ঠানের নতুন তারিখ শীঘ্র ঘোষণা করা হবে।’
শুধু সালমান খান নয়, আয়োজকদের তরফ থেকেও একটি পোস্ট করা হয় যেখানে লেখা রয়েছে, ‘সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, তার বিবেচনা করে আমরা এই অনুষ্ঠানের সময় পুনঃনির্ধারণের কঠিন সিদ্ধান্ত নিয়েছি। শিল্পী থেকে দর্শক, সকলের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া। খুব শিগগির ক্রেতারা টিকিটের দাম ফেরত পেয়ে যাবেন।’