spot_img

ইপিএলে নতুন ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান তারকা

অবশ্যই পরুন

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ম্যাথিয়াস কুনহা। ইপিএলে ২৯ ম্যাচ খেলে ১৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট আছে ৬টি।

সবশেষ লেস্টার সিটির বিপক্ষে গোল করে এই কীর্তি গড়েন উলভারহ্যাম্পটনের এই ফরোয়ার্ড। চলতি মৌসুমের আগে তাকে ধারে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলতে পাঠায় উলভস। সেখানে খুব বেশি ছন্দে ছিলেন না কুনহা। ধারের মেয়াদ শেষে প্রিমিয়ার লিগে ফিরেই নতুন রেকর্ড গড়েছেন এই ব্রাজিলিয়ান।

এর আগে, ব্রাজিলিয়ান হিসেবে লিভারপুলের রবার্তো ফিরমিনো এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেলি এক মৌসুমে করেছিলেন ১৫ গোল। কুনহার সামনে সুযোগ আছে এই রেকর্ড এককভাবে নিজের করে নেয়ার। লিগে তার দলের আরও ৪ ম্যাচ বাকি।

যদিও দল হিসেবে উলভস একেবারেই ছন্দে নেই। কয়েক বছর আগেও ইউরোপিয়ান ফুটবলে নিয়মিত দেখা যেতো দলটাকে। বর্তমানে তারা আছে পয়েন্ট তালিকার ১৩তম স্থানে।

সর্বশেষ সংবাদ

ইমন-হৃদয়ের ফিফটি, ২৪৮ রানে অলআউট বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত ওভারের আগেই অলআউট হয়ে গেছে সফরকারীরা। পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ