spot_img

পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত: সৌরভ গাঙ্গুলি

অবশ্যই পরুন

সন্ত্রাস এবং খেলাধুলা একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করে দেয়া উচিত ভারতের— এমনটাই মনে করেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। খবর, বার্তা সংস্থা এএনআই’র।

শুক্রবার (২৫ এপ্রিল) কলকাতায় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

পাকিস্তানের সঙ্গে ভারতের যাবতীয় ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত বলে সব মহল থেকে যে আওয়াজ উঠেছে, সেটি নিয়ে জানতে চাইলে সৌরভ বলেন, ‘ হ্যা, ১০০ ভাগ, এটা (পাকিস্তানের সম্পর্ক ছিন্ন) করা উচিত। কঠোর ব্যবস্থা নেয়া জরুরি। এটা কোনো তামাশা নয় যে বছর বছর এরকম ঘটনা ঘটেই চলবে।

দু’দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ থাকায় আইসিসি ও এসিসি টুর্নামেন্টগুলোতে একই গ্রুপে রাখা হয় ভারত-পাকিস্তানকে। এবার সেই রীতিরও ইতি ঘটাতে বিসিসিআইয়ের তরফ থেকে আইসিসিকে চিঠি দেয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। যদি বিসিসিআই এমন সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি সঠিক সিদ্ধান্ত হবে বলেও মনে করেন সৌরভ। বলেন, বোর্ড (আইসিসিকে) চিঠি দিলে ঠিক করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেয়া যায় না।

উল্লেখ্য, সবশেষ ২০১২-১৩ মৌসুমে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত-পাকিস্তান। এরপর থেকে শুধু বৈশ্বিক ও মহাদেশীয় টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছে তারা।

সর্বশেষ সংবাদ

নিজের পছন্দের জায়গায় সমাহিত হলেন পোপ ফ্রান্সিস

নিজের ভালোবাসার জায়গা রোমের সান্তা মারিয়া ম্যাজিওর ব্যাসিলিকায় সমাহিত করা হয়েছে রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে। আজ শনিবার (২৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ